উপকরণ
- রুই মাছের মাথা ও লেজ -- ১টি
- আস্ত সীম-- ৫-৬টি
- ভাজা মুগ ডাল-- ১ মুঠি
- পোলাও এর চাল-- ১ মুঠি
- ( ধুয়ে পানি ঝরিয়ে নেয়া)
- পেঁয়াজ কুচি-- বড়ো ২টি
- টমাটো কুচি-- ১টি
- আদা বাটা -- ১ চা চামচ
- রসুন বাটা -- ১/২ চা চামচ
- জিরা বাটা -- ১ চা চামচ
- মরিচ গুড়া -- ১ চা চামচ
- হলুদ গুড়া --১ চা চামচ
- গরম মশল্লা গুড়া -- ১ চা চামচ
- আস্ত জিরা -- ১ চা চামচ
- দারচিনি-- ১ ইঞ্চির ১ টুকরা
- তেজপাতা -- ২ টি
- লবণ -- স্বাদমতো
- তেল --- পরিমানমতো
- কাঁচামরিচ --- ৫-৬টি
প্রণালি
প্যানে তেল গরম করে আস্ত জিরা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ সোনালী হলে টমাটো কুচি ভেজে নিন। টমাটো গলে গেলে গরম মসলা বাদে সব বাটা ও গুঁড়া মসলা ভালোভাবে কষিয়ে মাথা ও লেজ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিন। মাছ থেকে পানি বের হলে চাল ও ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে সীম মিশিয়ে মাখা-মাখা পানি দিয়ে ঢেকে দিন। সব কিছু সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে গরম মসলা গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে সামান্য দমে রেখে নামিয়ে ফেলুন।