উপকরণ
- বড়ো আম-- ২ টি
- টমাটো-- ১টি
- শশা-- ১টি
- পিয়াজ-- বড়ো ১টি
- কাঁচামরিচ -- ২টি
- ধনে/পুদিনা পাতা-- ১ মুঠি
- লেবুর রস-- ১ টি লেবুর
- বিট লবন-- ১/২ চা চামচ
- চিনি-- ইচ্ছা
- আম,শশা,টমাটো,পিয়াজ--- কিউব করে কাটা
প্রণালি
চামচ দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিন। হয়ে গেলো মজাদার ম্যাঙ্গো সালসা।