উপকরণ
- পছন্দ মতো যেকোনো ফল টুকরো করা (আমি আপেল, কলা, স্ট্রবেরি, কমলা, শসা নিয়েছি।
- পুদিনা পাতা কুচি।
- বিট লবণ।
- চাটমসালা।
- লেবুর রস এবং
- স্বাদ মতো লবন।
প্রণালি
*পছন্দ মতো ফল ধুয়ে টুকরো করে বাকি সব উপকরণ একসঙ্গে মিশালেই হয়ে গেল মজাদার এই সালাদ।
*পছন্দ মতো ফল ধুয়ে টুকরো করে বাকি সব উপকরণ একসঙ্গে মিশালেই হয়ে গেল মজাদার এই সালাদ।