উপকরণ
- ১কাপ সিদ্ধ করা পাস্তা।
- ২কাপ হাফ সিদ্ধ করা সবজি (আমি ব্রকলি, ফুলকপি, বেবি গাজর, লাল ক্যাপসিকাম নিয়েছি)।
- ১কাপ লেটুস পাতা বড় করে কাটা।
- সালাদ ড্রেসিং এর জন্য নিয়েছিঃ
- ১টেবিল চামচ অলিভ অয়েল।
- ১টেবিল চামচ লেবুর রস।
- ২টেবিল চামচ মাস্টারড এন্ড হানি সস।
- একটু লবণ এবং
- স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স।
প্রণালি
*একটি বোল এ সব উপকরণ গুলো একসাথে মেশালেই তৈরী হয়ে গেল মজাদার এই সালাদ।
*যারা ডায়েট করছেন তাদের জন্য পারফেক্ট রেসিপি।