চিকেন ক্যাশোনাট সালাদ

সালাদ

চিকেন ক্যাশোনাট সালাদ
চিকেন ক্যাশোনাট সালাদ

উপকরণ

চিকেনের জন্য লাগবেঃ

  • ১কাপ বোনলেস চিকেন ছোট ছোট কিউব করে কাটা।
  • ১/২কাপ কর্নফ্লাওয়ার।
     
  • ১চা চামচ সয়া সস।
  • ১/২চা চামচ আদা বাটা।
  • ১/২চা একটি রসুন বাটা।
  • ১/২চা চামচ লাল মরিচের গুঁড়া।
  • ১টা ডিম।
  • ভাজার জন্য তেল।
  • লবণ (স্বাদ মতো)।


সালাদের জন্য লাগবেঃ

  • ১/২কাপ লাল ক্যাপসিকাম।
  • ১/২কাপ সবুজ ক্যাপসিকাম।
  • ১/২কাপ হলুদ ক্যাপসিকাম।
  • ১কাপ গাজর পাতলা করে কাটা।
  • ১/২কাপ ক্যাশোনাট/কাজুবাদাম।
  • ২টি কাঁচামরিচ লম্বা করে কাটা।
  • ১টি পেঁয়াজ।

সালাদ এর ড্রেসিং এর জন্য লাগবেঃ

  • ১টেবিল চামচ লেবুর রস।
  • ১টেবিল চামচ সুইট চিলি সস।
  • ১টেবিল চামচ টমাটো কেচাপ।
  • ১চা চামচ ফিশ সস (না দিলেও চলবে)।
  • ১চা চামচ সয়া সস।
  • ১/২চা একটি চিনি।

প্রণালি

*চিকেনের সাথে ভাজার তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ১০-১৫মিনিট মেরিনেট করে ডুবো তেলে লাল লাল করে ভাজতে হবে।
*একই তেল এ কাজুবাদাম গুলোও ভেজে নিতে হবে।
*সালাদ ড্রেসিং এর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ড্রেসিং রেডি করতে হবে।
*এবার সালাদের সাথে সালাদ ড্রেসিং মিশিয়ে ভেজে রাখা চিকেন এবং কাজুবাদাম দিয়ে ঝটপট পরিবেশন করুন।
*ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানির সাথে অথবা খালি খালি খেতেও দারুণ মজা

নোটসঃ
*সালাদ পরিবেশনের সময় উপরে ভেজে রাখা চিকেন এবং কাজুবাদাম গুলো দিতে তা না হলে আগে মিশিয়ে রাখলে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না।



শেয়ার করুন
Facebook Google+ Twitter