উপকরণ
- রেড ক্যাবেজ-- ১/২ কাপ
- শসা (ছোটো)-- ১ টি
- পেঁয়াজ-- মাঝারি ২ টি
- কাঁচামরিচ-- ২টি
- পুদিনা কুচি-- ১ টে চামচ
- টকদই-- ২-৩ টে চামচ
- চাট মসলা-- ১ চা চামচ
- লবণ-- স্বাদমতো
- অলিভ অয়েল-- পরিমাণমতো
প্রণালী
অল্প ভিনেগার দিয়ে ক্যাবেজ কুচি মাখিয়ে রাখুন ১০-১৫ মিনিটস। পনেরো মিনিট পর ভালো করে ধুয়ে পানি চিপে নিন। টকদইয়ের সাথে অলিভ অয়েল ও চাট মসলা ফেটিয়ে রাখুন। বড়ো একটি বোলে সব উপকরণ একসাথে চামচ দিয়ে মিশিয়ে নিন।
**পোলাউ বা কাবাবের সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের রেড ক্যাবেজ সালাদ।