উপকরণ
- আস্ত মুরগি
- টক দই আধা কাপ
- আদা বাটা এক টেবিল চামচ
- রসুন বাটা এক চা চামচ
- লাল মরিচের গুঁড়া দুই চা চামচ
- ভিনেগার দুই টেবিল চামচ
- লবণ স্বাদমত
- সরিষার তেল আধা কাপ
- মধু এক টেবিল চামচ।
প্রণালি
মুরগির ভালোভাবে ধুয়ে টক দইয়ের সাথে, আদা, রসুন, মরিচের গুঁড়া, ভিনেগার, লবণ ও চিনি একসঙ্গে মিশিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করুন। একটি ফ্রাই প্যানে ম্যারিনেট করা টুকরোগুলো ভালো করে ভেজে নিন। এরপর চিকেন চুলার আগুনে এক মিনিট পুড়িয়ে নিন।