উপকরণ
- ডিম ৮টি
- ছোলার ডাল দেড় কাপ
- পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ
- আদা বাটা ২ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- হলুদ গুঁড়ো ১ চা চামচ
- মরিচ গুঁড়ো ১ চা চামচ
- ধনে গুঁড়ো ২ চা চামচ
- জিরা গুঁড়ো ২ চা চামচ
- তেজপাতা ১টি
- চিনি ১ চা চামচ
- তেল ১ কাপের তিনের এক ভাগ
- ঘি ২ টেবিল চামচ
- জিরা টালা গুঁড়ো ১ চা চামচ
- দারচিনি গুঁড়ো আধা চা চামচ
- লবণ স্বাদমতো।
প্রণালি
ছোলার ডাল ৫ কাপ পানিতে সেদ্ধ করুন। ডিম নরম করে সেদ্ধ করুন। তেল গরম করে পেঁয়াজ কুচি, তেজপাতা ও ২টি কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি করে ভাজুন। পৌনে এক চা চামচ টালা জিরা, দারচিনি, অন্যান্য মসলা এবং আধা কাপ পানি দিয়ে কষান। ডাল, লবণ ও চিনি দিয়ে অল্প কষিয়ে ডিম ও ৪টি কাঁচামরিচ দিয়ে ঢেকে ২-৩ মিনিট সেদ্ধ করুন। বেশি ঘন হলে ১-২ কাপ পানি দিন। ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি, বাকি টালা জিরা এবং দারচিনির গুঁড়ো দিয়ে নামান। এরপর পরিবেশন করুন।