উপকরণ
- মুগ ও মুসুর ডাল-- ১/২ কাপ
- (দুই ডাল মিলিয়ে ১/২ কাপ)
- পাট শাক কুচি-- দেড় কাপ
- পিয়াজ কুচি-- বড়ো ২-৩টি
- রসুন কুচি-- আস্ত ১টি
- কাচামরিচ কুচি-- ৪-৫টি
- আদা,রসুন বাটা-- ১/২ চা চামচ করে
- জিরা বাটা-- ১ চা চামচ
- হলুদ গুড়া-- ১ চা চামচ
- লনন-- সাদমতো
- তেল, পিয়াজ কুচি, রসুন থ্যাতো করা, শুকনা মরিচ, তেজপাতা ও আস্ত পাচফোড়ন।
প্রণালি
ডাল ধুয়ে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা। ফুলে উঠলে ডালের সাথে পরিমানমতো পানি ও অন্যসব উপকরন দিয়ে সেদ্ধ করে নিন। ডাল সেদ্ধ হলে পাট শাক মিশিয়ে নিন। ফুটে উঠলেই হাড়ি নামিয়ে নিন। অন্য একটি প্যানে তেল গরম করে তেজপাতা, শুকনামরিচ ও আস্ত পাচফোড়ন ফোড়ন দিয়ে পিয়াজ ও রসুন ভেজে নিন। পিয়াজ, রসুন বাদামি হলে ডালের মদ্ধ্যে ঢেলে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন।
ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।