কাঁচা টমেটো ভাজি

শাকসবজি

কাঁচা টমেটো ভাজি
কাঁচা টমেটো ভাজি

উপকরণ

  • কাঁচা টমেটো - ৪ টি মাঝারি সাইজের ( একটি টমেটোকে ৮ টুকরা করে কেটে নিন)
  • কাঁচা মরিচ- ৫-৬ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • পেঁয়াজ কুঁচি - ১ টি মাঝারি
  • হলুদের গুঁড়া- ১/২ চা চামচ
  • চিনি- ১ চা চামচ
  • তেল- ৪ চা চামচ
  • লবন- ১/২ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী

প্রণালি

  • টমেটো ধুয়ে কেটে নিন।
  • প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। এখন টমেটো, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া এবং লবন দিয়ে ভাল করে নেড়ে ধাকনা দিয়ে ধেকে দিন। মাঝারি আঁচে ৫ মিনিট এর মত অথবা টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
  • এরপর চিনি দিয়ে আরও আনুমানিক ৩-৪ মিনিট ভেজে নামিয়ে ফেলুন।
  • সাদা ভাতের সাথে পরিবেশন করুন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter