মাছের ডিমে করলা ভাজি

শাকসবজি

মাছের ডিমে করলা ভাজি
মাছের ডিমে করলা ভাজি

উপকরণ

  • মাঝারি করলা-- -৬টি
  • রুইয়ের ডিম-- ১টি মাছের
  • পেঁয়াজ কুচি-- / কাপ
  • কাঁচামরিচ ফালি-- -৮টি
  • আদা-রসুন বাটা-- / চা চামচ করে
  • হলুদ গুঁড়া-- / চা চামচ
  • লবণস্বাদমতো
  • তেল-- পরিমাণমতো

প্রণালি

করলা কুটে-ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।কাটার পর করলার বিচি ফেলে দেবেন। মাছের ডিম ভেঙ্গে রাখুন। প্যানে তেল গরম করে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নিন। এবার অল্প পানি দিয়ে হলুদ, লবণ ও আদা-রসুন বাটা মিশিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে ডিম দিয়ে আবার কষান। ডিম সেদ্ধ হয়ে গেলে করলা ও কাঁচামরিচ ফালি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে মিনিট পাঁচেক রান্না করুন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে রান্না করুন। করলা সেদ্ধ হলে নামিয়ে ফেলুন। আমি একটু কাঁচা-কাঁচা করলা খেতে পছন্দ করি, তাই এমন সবুজ দেখাচ্ছে। আপনারা চাইলে এমন কাঁচা-কাঁচা রাখতে পারেন অথবা বাদামি করে ভেজে নিতে পারেন।

** গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুন মজার রুইয়ের ডিমে করলা ভাজি।



শেয়ার করুন
Facebook Google+ Twitter