উপকরণ

  • চাল ২০০ গ্রাম
  • ঘি ২ টেবিল চামচ
  • তেল ১/২ টেবিল চামচ
  • পিঁয়াজ কুচি ২ টি
  • ফুলকপি ১ টি
  • গাজর (১ টি)
  • মটরশুঁটি ১ কাপ
  • সীম ৬ টি
  • সয়া বড়ি ১০ টি
  • আদা কুচি ১ টেবিল চামচ
  • রসুন কুচি ১ টেবিল চামচ
  • কাঁচা লঙ্কা কুচি ৪ টি
  • টিতেজপাতা ২ টি
  • লবঙ্গ ৫ টি
  • এলাচ ৪ টি
  • শাহী এলাচ ১ টি
  • গোলমরিচ ৬ টি
  • দারুচিনি ১ ইঞ্চি)
  • গোটা জিরা ১ চা চামচ)
  • হলুদ গুড়ো ১/২ চা চামচ
  • লঙ্কা গুড়ো ১/২ চা চামচ
  • ধনে গুড়ো ১ চা চামচ
  • কাজুবাদাম ১৫ টি
  • কিসমিস ২০ টি
  • ধনেপাতা কুচি ১/২ কাপ
  • লবণ স্বাদমতো ও জল পরিমানমতো।

প্রণালি

রথমে সয়া বড়ি গুলো ডিপ ফ্রাই করে রাখুন। ফুলকপি, গাজর ও সীম কুচিয়ে রাখুন।

এবার একটি প্যানে তেল গরম করে নিন। এতে অর্ধেক পিঁয়াজ কুচি এবং অর্ধেক আদা কুচি দিয়ে ভেজে বেরেস্তা করে নিন। এরপর এর সঙ্গে একে একে যোগ কুরুন ফুলকপি, গাজর, সীম, মটরশুঁটি, একটু হলুদ এবং লবন। ৫-৬ মিনিট নেড়েচেড়ে ভেজে নামিয়ে রাখুন।

প্রেশার কুকার গরম হলে তাতে ঘি দিয়ে গরম করে নিন। এবার তারসঙ্গে তেজপাতা, জিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ এবং কাজুবাদাম দিয়ে ভাজতে থাকুন। যতক্ষণ না কাজুবাদাম গুলো হাল্কা গোলাপি হয়ে আসে। এরপর কিসমিস দিয়ে দিন। বাকি পিঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভাজুন কাঁচা গন্ধ চলে যায় পর্যন্ত। এরপর ভেজে রাখা বড়ি দিয়ে দিন। বাকি হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো এবং ধনে গুড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।

এবারে এতে চাল দিয়ে অল্প লবণ ছিটিয়ে দিন। ৪ কাপ জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। মাঝারি আঁচে রান্না হতে দিন। একটা সিটি দিলেই আঁচ বন্ধ করে দিন সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কমে গেলে প্রেশার কুকারের ঢাকনা খুলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এরপর ঢাকনা বন্ধ করে আরও ১০ মিনিট রেখে দিন। এতে সবজিগুলো প্রায় সেদ্ধ হবে যাবে।

পরিবেশন সময় ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন নবাবী সবজি পোলাও।

 
এই বিভাগের আরও খবর
 
 
করোনার প্রকোপ থেকে রেহাই পাচ্ছে না ভারত সহ বিশ্বের নানা দেশ। জল্পনা চলছে করোনার প্রভাব আর কতদিন চলবে। সব জল্পনায়... বিস্তারিত
মুসলিমদের পবিত্র ঈদ আজহার সময় ফের গো রক্ষকদের তাণ্ডব দেখা গেল বৃহত্তর দিল্লির গুরুগ্রামে। আর স্মরণ করিয়ে দিল... বিস্তারিত
রাজ্যে করোনা সংক্রমণ ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চলেছে। আর তাই... বিস্তারিত
করোনা ভাইরাসের মধ্যেই পবিত্র ঈদুল আজহায় শিশুদের জন্য প্রকাশিত হল কবি ও সাংবাদিক মোকতার হোসেন মণ্ডলের 'শিমুল... বিস্তারিত
পাশ্চাত্যের দেশগুলির সঙ্গে সঙ্গে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের বহু দেশে গোমাংস, ছাগলের মাংস খাওয়ার... বিস্তারিত
এখন চলছে বর্ষা। আর তিন মাস পরেই শীত। পৃথিবীর অধিকাংশ দেশেই এখন শীতের মরশুম।এই কারণে আশঙ্কা দেখা দিয়েছে যে ঋতু... বিস্তারিত
কখনো শুনেছেন পাঁঠা দুধ দিচ্ছে? রাজস্থানের ঢোলপুর শহরে এমনই এক পাঁঠা খুঁজে পাওয়া গিয়েছে। ঢোলপুরের ওই পাঁঠাটি এখন... বিস্তারিত
সাম্প্রতিক অতীতে বহু মানুষ করোনায় আক্রান্ত হলেও তাঁদের মধ্যে কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। এবং নিজেদের অজান্তেই... বিস্তারিত
হাসির ছলে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, ডিম আগে না মুরগি আগে এসেছে পূথিবীতে ? এই বিষয়টিকে নিয়ে অনেকে মাথা খাটিয়েও এর... বিস্তারিত
দীগ্রী ২৮ বছর বলিউডে শাসন করা শাহরুখ খান ট্যুইটারে নিজের একটি ছবি পোস্ট করেন। সাদা-কালো একটি ছবি ট্যুইটারে... বিস্তারিত
এখন পর্যন্ত আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ লক্ষ ৮৩ হাজার ৬৬২ জন। এবং মারা গিয়েছে ১ লক্ষ ৫৪ হাজার... বিস্তারিত
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে এবার বিস্ফোরক দাবি করলেন প্রয়াত অভিনেতা পরিবারের আইনজীবী বিকাশ সিং।... বিস্তারিত



অনুসন্ধান

কীবোর্ড নির্বাচন করুন:
Bijoy   UniJoy    Phonetic    English

 
 
 
  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
 
 
 
আপনার মতামত
বালাকোটে কত জঙ্গি মরেছে তা কি বলা উচিত কেন্দ্রীয় সরকারের?
 হ্যাঁ
 না
 কোনও মন্তব্য নয়
 
 
 
আমাদের গ্রাহক হতে চান ?



শেয়ার করুন
Facebook Google+ Twitter