উপকরণ
- ডিম দুই টি
- পিয়াজ কুচি লম্বা করে ১ টি
- কাঁচা মরিচ কুচি ৩-৪ টি
- পিয়াজ কলি ৩-৪ টি
- টমেটো কুচি ১ টি
- হুলুদ গুড়া ১/২ চা চামচ
- লবণ পরিমাণ মত
- ওয়েস্টার সস ১ চা চামচ
- চিলি সস ১ টেবিল চামুচ
- তেল পরিমাণ মত
প্রণালি
একটি প্যানে ২ টেবিল চামচ পরিমাণ তেল হাল্কা গরম করে পিয়াজ মরিচ টমেটো পিয়াজ কলি দিয়ে ৩-৪ মিনিট কষিয়ে নিতে হবে। এর পর সব সস হলুদ এবং লবণ দিয়ে আরও ২-৩ মিনিত রান্না করতে হবে। এর পর ডিম ভেঙ্গে ছেরে দিতে হবে। সবজি এবং ডিম এক সঙ্গে ভাল করে আরও ৩-৪ মিনিট রান্না করে নামিয়ে ফেলতে হবে ।