ডিম দিয়ে ফুলকপি

ডিম

ডিম দিয়ে ফুলকপি
ডিম দিয়ে ফুলকপি

উপকরণ

  • ফুলকপি একটা
  • দুইটা আলুর টুকরা
  • ডিম সিদ্ধ চারটা

প্রণালী

  • প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর ভেতর কিছুটা তেল দিয়ে দিতে হবে।
  • যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর ভেতর দিতে হবে সামান্য লবণ।
  • এরপর এর ভিতর দিতে হবে সামান্য পরিমাণ হলুদ দিতে হবে।
  • এখন এই তেলের ভিতরে সিদ্ধ করা ডিম গুলা ভেজে নিতে হবে।
  • এখন ডিমটা নামিয়ে এর ভিতরে আলু আর ফুলকপি ভেজে নিতে হবে।
  • এরপর এর ভিতরে হাফ চামচ পরিমাণ হলুদের গুড়া দিতে হবে।
  • এবার এর সাথে হাফ চা চামচ লবণ দিতে হবে।
  • এবার ফুলকপি আর আলু একসাথ ভেজে নিতে হবে।
  • এবার এগুলো নামিয়ে প্যানে আরও দুই চামচ তেল দিতে হবে।
  • তেলটা গরম হয়ে গেলে এর ভেতর দুইটা তেজপাতা , সামন্য একটু চিকন জিরা দিতে হবে।
  • এবার এর ভিতর দিতে হবে এক চা চামচ রসুন বাটা।
  • এবার এগুলো একসাথে একটু ভেজে নিতে হবে।
  • রসুন ভাজা হয়ে গেলে এর ভিতর দিতে হবে একটা পেয়াজ বাটা।
  • এবার এটি একটু নাড়িয়ে এর ভেতর দিব এক চামচ কাচ ঝাল বাটা।
  • এরপর এর ভিতরে দিতে হবে এক চা চামচ আদা বাটা।
  • এখন এর ভিতর দিতে ;হবে হাফ চা চামচ জিরার গুড়া।
  • এবার হাফ চা চামচ ধনিয়ার গুড়া দিয়ে দিতে হবে।
  • এখন হাফ চা চামচ পরিমাণ মরিচের গুড়া দিয়ে দিতে হবে।
  • তারপর এর চা চামচ হলুদের গুড়া দিয়ে দিতে হবে।
  • এখন সব মসলাগুলাকে এক সাথে ভেজে নিতে হবে।
  • এরপর এর ভিতর একটা টমেটো পেস্ট করে দিয়ে দিতে হবে।
  • এবার মসলার সাথে টমেটো পেস্ট ভেজে নিতে হবে।
  • এবার এর ভিতর ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিতে হবে।
  • এখন ফুলকপি আর আলু মসলার সাথে মিশিয়ে নিতে হবে।
  • এবার এর ভিতর পরিমাণ মত পানি দিয়ে দিতে হবে।
  • এখন এর ভেতর স্বাদ মত লবণ দিয়ে দিতে হবে।
  • এবার এটিকে নাড়িয়ে দিতে হবে।
  • এবার আগে ভেজে রাখা ডিমগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে।
  • এখন এটাকে এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিতে হবে।
  • এবার হাফ চা চামচ গরম মসলার গুড়া দিয়ে মিশিয়ে দিতে হবে।
  • এভাবে আপনি সহজে তৈরী করতে পারবেন ডিম দিয়ে ফুলকপির তরকারি।



শেয়ার করুন
Facebook Google+ Twitter