উপকরণ
- খাসির মাংস- ১ কেজি,
- পেঁয়াজবাটা-২০০গ্রাম,
- টক দই-৪০০গ্রাম,
- লঙ্কাগুঁড়ো-২চামচ,
- পোস্তবাটা-৬চামচ,
- আখরোটবাটা-১/২কাপ,
- জাফরান-১/২চামচ,
- দুধ- ২ চামচ
- ঘি-১২৫গ্রাম,
- লবন-পরিমান মত
প্রণালি
প্রথমে খাসির মাংস টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে রাখুন । জাফরান দুধে ভিজিয়ে রাখুন । দই ফেটান । মাংসে পেঁয়াজ, অর্ধেক ঘি, লবন ও ফেটানো দই মিশিয়ে ৪ ঘন্টা ভিজিয়ে রাখুন ।
এবার নরম আঁচে মাংস-মাখা বসিয়ে সেদ্ধ করুন । সেদ্ধ হলে পোস্ত, আখরোটবাটা ও দুধ- জাফরান ঢেলে বাকি ঘি দিয়ে নাড়াচাড়া করে রঙ ধরলে নামান । পরটা/লুচির সাথে গরম গরম পরিবেশন করুন