উপকরণ
- চিনি- ১ কাপ
- গুড়া দুধ-১/৪ কাপ
- কর্ণফ্লাওয়ার-১/৪ কাপ
- ইউলো ফুড কালার-১/৪ চা চামচ( পাউডার রং ব্যাবহার করতে হবে )
- ভ্যানিলা এসেন্স -৩ ফোটা
প্রণালী
সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। খেয়াল রাখবেন চিনি টা যেন ভালভাবে গুড়ো হয় এবং ভালভাবে বাকি সব উপকরণের সাথে মিশে যায়।
ব্লেন্ড করা হয়ে গেলে একটা চালনি দিয়ে চেলে নিলেই হয়ে যাবে পারফেক্ট কাস্টার্ড পাউডার।
তারপর পরিস্কার কাচেঁর বয়ামে ভরে সংরক্ষণ করুন।