উপকরণ
- কাঁটা ছাড়া যেকোনো মাছ আধা কেজি
- লেবুর রস ১ টেবিল চামচ
- সয়াসস ২ টেবিল চামচ
- টোস্ট বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো
- জিরাগুঁড়া ১ চা চামচ
- লবণ প্রয়োজনমতো
- তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো
- কাঁচামরিচ বাটা ২ চা চামচ
- ময়দা ২ টেবিল চামচ
- বেসন ২ টেবিল চামচ
- আদাবাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- ফিশ সস ১ চা চামচ
প্রণালি
মাছ লম্বা করে কেটে লবণ ও লেবুর রস দিয়ে ধুয়ে নিতে হবে। এবার বিস্কিটের গুঁড়া বাদে সব উপকরণ দিয়ে মেরিনেট করে ১০ মিনিট রাখার পর টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ফ্রিজে ১৫ মিনিট রেখে ডিপ ফ্রাই করতে হবে বাদামি করে। এবার পরিবেশন করুন।