উপকরণ
- ইলিশ মাছের মাথা ১টি
- ভাজা মুগডাল ২৫০ গ্রাম
- পেঁয়াজ কুচি ১ কাপ
- আদা বাটা ১ চা-চামচ
- তেজপাতা ২টি
- মরিচ গুঁড়া আধা চা-চামচ
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- কাঁচামরিচ (ফালি) ৫-৬টি
- পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল-চামচ
- ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ
- লবণ স্বাদমতো
- তেল প্রয়োজনমতো
- ঘি ১ টেবিল-চামচ
প্রণালি
মাছের মাথা কেটে টুকরো করে পরিষ্কার করে নিন। লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মেখে ভেজে রাখুন। সসপ্যানে তেল দিন, একে একে সব মসলা ও সামান্য পানি দিয়ে কষান। কষানো হলে মুগডাল দিন। একটু কষিয়ে পরিমাণমতো গরম পানি দিন এবং মাঝেমধ্যে নেড়ে দিন। ডাল সেদ্ধ ও ঘন হলে মাছের মাথা দিন। একটু নেড়ে ভাজা জিরার গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় ঘি দিয়ে পরিবেশন করুন।