উপকরণ
- নুডুলস সিদ্ধ-২ কাপ
- মুরগির মাংস পাতলা করে কাটা-প্রায় ১ কাপ
- পেঁয়াজ কুচি-১/২ কাপ
- আদা মিহি কুচি-৪ টেবিল চামচ
- রসুন কুচি-৪ টেবিল চামচ
- মাশরুম কুচি-১/২ কাপ
- শুকনো মরিচ গুড়া-১ চা চামচ
- গোলমরিচ গুড়া-১ চা চামচ
- লবণ-স্বাদমতো
- পছন্দমতো সবজি
- কাঁচামরিচ কুচি
- ধনেপাতা কুচি
- সসের জন্য-
- সয়াসস-৪টেবিল চামচ
- ওয়েস্টার সস-১ টেবিল চামচ
- সুইট চিলি সস-১ টেবিল চামচ
প্রণালি
পাতিলে তেল দিয়ে এতে আদা ও রসুন কুচি দিয়ে ভেজে নিব।লাল হয়ে আসলে এতে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভেজে নিব।এতে মুরগির মাংস ও মাশরুম দিয়ে রান্না করে নিব।আরেকটি বাটিতে সয়াসস,ওয়েস্টার সস,সুইট চিলি সস মিক্স করে নিব।মাশরুম ভাজা ভাজা হয়ে আসলে এতে নুডুলস,সস ও লবণ দিয়ে মিশিয়ে নিব।নামানোর আগে গোলমরিচ গুড়া,শুকনো মরিচ গুড়া ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে পরিবেশন করুন চাইনিজ নুডুলস।