উপকরণ
- বেসন ১ কাপ
- খাবার সোডা হাফ চা চামচ
- পানি পরিমাণমত
- তেল ভাজার জন্য
- দই ২ টেবিল চামচ
- চিনি ১ চা চামচ
- ভাজা মসলা হাফ চা চামচ
- বিট লবণ চারভাগের এক চা চামচ
প্রণালি
বেসন+ সোডা+ পানি একত্রে গুলে ঢেলে বুন্দিয়া ভেজে নিন। তারপর একটি পাত্রে দই, চিনি বিট লবণ, মিক্সড করে বুন্দিয়া দিয়ে মিশাতে হবে। এরপর ভাজা মসলা উপরে ছিটিয়ে পরিবেশন করুন।