উপকরণ
- চিড়া ১ কাপ
- টকদই ১ কাপ
- মিষ্টি দই ১ কাপ
- চিনি হাফ কাপ
- লবণ ১ চা চামচ
প্রণালি
চিড়াগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এবার কিছু পানি রেখে দিন এবং দই চিড়া ও সব উপকরণ একসাথে মেখে পরিবেশন করুন।
চিড়াগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এবার কিছু পানি রেখে দিন এবং দই চিড়া ও সব উপকরণ একসাথে মেখে পরিবেশন করুন।