শুকনা বড়ইয়ের আচার

আঁচার

শুকনা বড়ইয়ের আচার
শুকনা বড়ইয়ের আচার

উপকরণ

  • শুকনা বড়ই কেজি
  • সরিষার তেল প্রয়োজনমতো
  • মরিচ গুঁড়া টেবিল চামচ
  • তেঁতুল পোয়া
  • পাঁচফোড়ন গুঁড়া টেবিল চামচ
  • আখের গুড় আধা কেজি
  • লবণ চা চামচ

প্রণালি

শুকনা বড়ই বেছে ধুয়ে পানিসহ চুলায় বসাতে হবে। ২ বলক এলে পানি ঝরিয়ে নিতে হবে। গরম বড়ই তেঁতুল মিলিয়ে নিতে হবে। ঠান্ডা হলে চটকে নিতে হবে। বড়ই, তেঁতুল, গুড় ও লবণ জ্বাল করতে হবে। কাঠের চামচ দিয়ে নাড়তে হবে। মাখা মাখা হয়ে এলে পাঁচফোড়ন ও মরিচ গুঁড়া দিয়ে নেড়ে নামাতে হবে। তিন-চার দিন রোদে শুকাতে হবে, পরে তেল দিয়ে বোয়ামে ভরতে হবে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter