উপকরণ
- ডিম ৪ টা
- নুডুলস সিদ্ধ ১কাপ
- বেশন ২ টেবিল চামচ
- ময়দা ১ টেবিল চামচ
- মরিচ গুঁড়া ১/২ চা চামচ
- গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
- লবণ স্বাদমত
- ম্যাগী মসলা ১ প্যাক
- তেল ভাজার জন্য
প্রণালী
প্রথমে ডিম সিদ্ধ করে নিয়ে দুই টুকরা করে কেটে নিন। সিদ্ধ নুডুলসে বেশন ময়দা ও সব মশলা দিয়ে ভালো করে মেখে নিন। এবার হাত দিয়ে ভালো করে ধরে মাঝে অর্ধেক ডিম দিয়ে বাইরে নুডুলস মিশ্রণ দিয়ে কোটিং করুন। কড়াই-এ পর্যাপ্ত তেল দিয়ে মাঝারি আঁচে ডুবো তেলে লাল করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।