ভেজিটেবল, চিংড়ি ও চিকেনের সুপ

সূপ

ভেজিটেবল, চিংড়ি ও চিকেনের সুপ
ভেজিটেবল, চিংড়ি ও চিকেনের সুপ

উপকরণ

  • অলিভ অয়েল বা রান্নার তেলঃ টেঃ চামচ
  • পেঁয়াজ, চারকোনা করে কাটাঃ / কাপ
  • আদা বাটাঃ চা চামচ
  • ফুলকপিঃ কাপ
  • গাজরঃ কাপ
  • ব্রকলিঃ কাপ
  • চিকেন, ছোট করে কাটাঃ কাপ
  • চিংড়ি, খোসা ছাড়ানোঃ কাপ
  • কাঁচা মরিচঃ টা
  • লবনঃ স্বাদ অনুযায়ী
  • গোলমরিচ গুঁড়াঃ সামান্য

প্রণালি

  • প্রথমে হাড়িতে তেল দিয়ে গরম হলে তাতে পেয়াজ, মুরগির মাংস, চিংড়ি আদাবাটা, লবন দিয়ে - মিনিট ভেজে নিন।
  • ভাজা হলে গরম পানি দিয়ে হাই হিটে মিনিট বলক তুলে তাতে সবজিগুলো ছেড়ে দিয়ে হাই হিটে রান্না করুন।
  • সবজি সেদ্ধ হয়ে গেলে তাতে চামচ বাটার দিয়ে নামিয়ে নিন। বাটার না দিলেও চলবে। এই স্যুপ বানাতে খুব বেশি সময় লাগে না।
  • টিপসঃ
  • আমি এই স্যুপে আদা বাটার পরিমান একটু বেশি দেই। আদার বাটার ফ্লেভারটা এই স্যুপে আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে আদাবাটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter