উপকরণ
- মুরগির মাংস-- ৪ পিছ
- টকদই-- ১/২কাপ
- সয়াসস-- ২ টে চামচ
- টমেটো সস -- ১কাপ
- সিসমে অয়েল-- ২ চা চামচ
- ওয়েসটার সস-- ২ চা চামচ
- মরিচ গুড়া-- ২ চা চামচ
- লবন-- পরিমান মত
- তেল-- পরিমান মত
প্রণালি
মুরগির টুকরা গুলোকে সব মসলা দিয়ে মেখে কমপক্ষে ২০মি, রাখতে হবে। তারপর পানি ছাড়া সেদ্ধ করতে হবে। ঠান্ডা হলে ডুবো তেলে লাল করে ভাজতে হবে।
** গরম গরম পরিবেশন করুন।