উপকরণ
- মাংস ছোট ছোট টুকরা করা-- ১ কেজি
- (আমি বোনলেস মাংস নিয়েছি)
- গোলমরিচ গুঁড়া -- ২ চা চামচ (স্বাদমতো)
- এলাচ -- ৫-৬ টি
- দারুচিনি-- ২ ইঞ্চির ১ টুকরো
- জায়ফল গুঁড়া-- ১/২ চা চামচ
- জৈয়ত্রি গুঁড়া -- ১/২ চা চামচ
- সরিষার তেল-- ১ কাপ
- পেঁয়াজ কুচি-- ১ কাপ
- আদা বাটা-- ১ টে চামচ
- রসুন বাটা-- ২ টে চামচ
- টক দই-- ১/২ কাপ
- কাঁচামরিচ-- ৭-৮ টি
- আস্ত জিরা-- ১ চা চামচ
- পোলাও রান্নার জন্যেঃ
- পোলাওয়ের চাল-- ২ পট
- (কনডেন্সড মিল্কের পট)
- গরম পানি -- চালের দ্বিগুণ
- তেজপাতা-- ২-৩ টি
- দারচিনি-- ১ টুকরা
- গোলমরিচ-- ৫-৬ টি
- লবণ-- স্বাদমতো
প্রণালি
টকদই, আদা-রসুন বাটা, গুলমরিচের গুঁড়া, লবণ, জায়ফল-জয়ত্রির গুঁড়া দিয়ে মাংস মাখিয়ে ১ ঘন্টা রেখে দিন। হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা, এলাচ, দারচিনি ফোঁড়ন দিয়ে বাদামি করে পেঁয়াজ ভেজে তাতে মাংস মিশিয়ে দিন। কিছুক্ষণ মাংস কষিয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে অল্প পানি দিন। মাংস সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে ঢেকে রাখুন।
তেহারি রান্নাঃ
চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
হাঁড়িতে পানি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ ও লবণ নিয়ে চুলায় বসান। পানি ফুটে উঠলে চাল মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। চাল যখন প্রায় ফুটে আসবে তখন রান্না করা মাংস চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। হাঁড়িটি তাওয়ার ওপর বসিয়ে দিন। কাঁচামরিচ মিশিয়ে দমে রাখুন ৫-১০ মিনিট।
**গরম গরম পরিবেশন করুন দারুন মজার পুরাণ ঢাকার স্টাইলে তেহারী।