উপকরণ
- স্টিক নুডুলস--- ১ প্যাকেট
- পিয়াজ মোটা করে কুচি-- ১/২ কাপ
- গাজর কুচি--- ১/৪ কাপ
- রসুন-- ২ কোয়া(থ্যাতো করা)
- কাচামরিচ ফালি-- ৭-৮টি
- ডিম---- ২টি
- তেল-- পরিমানমতো
সসের মিশ্রনের জন্যেঃ
- সয়াসস-- দেড় টে চামচ
- অয়েস্টার সস-- ১ টে চামচ
- ফিসসস-- ২ চা চামচ
- টমাটো সস-- ১/৪ কাপ
- লেমন যেস্ট+জুস-- ১ টা ছোটো লেবুর
- গোলমরিচ গুড়া-- ১/২ চা চামচ
- ম্যাগি মসলা-- ৩ প্যাকেট
- নুডুলস সেদ্ধ পানি-- ২-৩ টে চামচ
প্রণালি
নুডুলস সেদ্ধ করে পানি ঝরিয়ে অলিভ ওয়েল মাখিয়ে রাখুন। সসের সব উপকরন একসাথে মিশিয়ে রাখুন।
প্যানে তেল গরম করে রসুন বাদামি করে ভেজে পিয়াজ, গাজর কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে মিনিট তিনেক ভেজে নিন। এবার এতে ফেটানো ডিম দিয়ে নেড়ে-চেড়ে নিন। ডিম ঝুরি ঝুরি হলে নুডুলস দিন। নুডুলস-এর সাথে সব কিছু মিশিয়ে নিন ভালো করে। কিছুক্ষন ভেজে জ্বাল নিভিয়ে সসের মিশ্রন মিশিয়ে নামিয়ে ফেলুন।
** অরিগ্যানো ছিটিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ও জুসি মিক্সড চাওমিন।