উপকরণ
- টী ব্যাগ- ৪/৫ টি
- পুদিনা পাতা- ৭/৮ টি
- পানি- ২/৩ কাপ
- লেবুর রস- ২ চা চামচ
- চিনি- পরিমানমতো
- আইস কিউব - পরিমানমতো
প্রণালি
# টী ব্যাগসহ পানি ফুটিয়ে তাতে পুদিনা পাতা,চিনি দিন।২-৩ মিনিট ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করে নিন।ঠান্ডা হলে লেবুর রস মেশান।বরফকুচি দিয়ে সাজিয়ে সারভ করুন।