উপকরণ
- ডালিম – ২ টা
- পানি -- ১ গ্লাস
- লেবু –- অর্ধেক
- আইস কিউব –১০/১২ টা
- বিটলবণ – ১ চিমটি
প্রণালি
ডালিম ছিলে সব বিচি বের করে নিতে হবে। ব্লেন্ডারে আইস কিউব ছাড়া বাকি সব একসাথে নিয়ে ২/৩ বার ব্লেন্ড করে নিতে হবে। ছেঁকে গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করতে হবে।