গ্লাসে লেবুর স্লাইস, ৪ টি পুদিনাপাতা হালকা করে থ্যাতো করে নিতে হবে, এরপর বরফ কুচি দিতে হবে, তারপর সফট ড্রিংকস ঢেলে ফুড কালার মিশিয়ে নিলেই ব্লু মুন ড্রিংকস তৈরি।
- চিনি চাইলে বাদ দিতে পারেন।
- বরফ কুচি কম বা বেশি দিতে পারেন নিজের পছন্দ মতো।
- পুদিনাপাতা অবশ্যই দিতে হবে।
- আমি উইলটনের ব্লু জেল কালার ব্যবহার করেছি।