উপকরণ
- তরমুজের পিস-- ২ কাপ
- আদা কুচি-- ১ চা চামচ
- দই-- ২ টে চামচ
- চিনি-- ২ টে চামচ/অপশনাল
- বরফ-- প্রয়োজনমতো
প্রণালি
সব উপাদান ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করে তরমুজের পিস ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সব উপাদান ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করে তরমুজের পিস ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।