উপকরণ
- শশা-- ২-৩টি
- অথবা শশার রস-- ১ কাপ
- পুদিনাপাতা-- ৭-৮টি
- লবণ-- ১/৪ চা চামচ(স্বাদমতো)
- গোলমরিচ গুঁড়া-- ১/৪ চা চামচ
- চিনি-- ৩ টে চামচ/স্বাদমতো
- লেবুর রস-- ১ টে চামচ
- পানি-- ৩ কাপ
- বরফ-- পরিবেশনের জন্যে
প্রণালি
সব উপকরণ ব্লেন্ডারে নিয়ে মসৃণ করে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।
** গ্লাসে ঢেলে বরফ দিয়ে পরিবেশন করুন।