উপকরণ
- আম কিউব -- ১/২ কাপ
- টকদই-- ১ কাপ
- কুলফি আইসক্রিম-- ২ স্কুপ
- পুদিনাপাতা-- ৫-৬টি বড়ো
- লেবুর রস-- ১ টে চামচ
- গোলমরিচ গুঁড়া-- স্বাদমতো
- চিনি-- স্বাদমতো
- পানি ও বরফ-- দরকারমতো
প্রণালি
প্রথমে আম, পুদিনাপাতা ও অল্প একটু টকদই দিয়ে মসৃণভাবে ব্লেন্ড করে নিন। এবার বাকি সব উপকরণ ও দরকার হলে পানি দিয়ে আবার ব্লেন্ড করুন।
** গ্লাসে ঢেলে বরফ, লেবুর টুকরা ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুন মজার ম্যাঙ্গো লাস্যি।