উপকরণ
- জ্বাল করা ঠান্ডা দুধ-- ৩ গ্লাস
- ওরিও বিস্কিট-- ৪-৫টি
- চকলেট সিরাপ-- ১ টে চামচ
- চিনি-- স্বাদমতো
- বরফ-- পরিমাণমতো
প্রণালি
ওরিও বিস্কিট গুঁড়া করে নিন। এখন সব উপকরণ ব্লেন্ডারে নিয়ে মসৃণ করে ব্লেন্ড করে নিন।
**পছন্দের গ্লাস অথবা গবলেটে ঢেলে উপরে বিস্কিটের গুঁড়া ছড়িয়ে পরিবেশণ করুন দারুণ মজার ওরিও মিল্কশেক।