উপকরণ
- টকদই-- ১ কেজি
- টমাটো সস-- ২ টে চামচ
- বোরহানি মসলা-- ১ প্যাকেট
- (বাজারে কিনতে পাওয়া যায়)
- পানি-- ২ কাপ
- পুদিনাপাতা বাটা-- ১ টে চামচ
- ধনেপাতা বাটা-- ১/২ টে চামচ
- কাঁচামরিচ বাটা-- ২ চা চামচ
- চিনি-- ৩-৪ টে চামচ (স্বাদমতো)
প্রণালি
পানির সাথে পুদিনা, ধনেপাতা, চিনি ও বোরহানি মসলা মিশিয়ে ছাঁকনি দিয়ে কয়েকবার ছেঁকে নিন। এইবার এই ছাঁকা পানি, টকদই ও টমাটো সস একসাথে ব্লেন্ডারে মসৃণ করে ব্লেন্ড করে নিন।
**নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন দারুন মজার বিয়েবাড়ীর বোরহানি।