উপকরণ

  • ৫০০ গ্রাম মাংস
  • কাপ সরষের তেল
  • চা চামচ হলুদ গুঁড়ো
  • চা চামচ জিরে গুঁড়ো
  • চা চামচ ধনে গুঁড়ো
  • চা চামচ কাশ্মীরী লংকা গুঁড়ো
  • চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  • টি পেঁয়াজ কুচি বড়
  • চা চামচ পেঁয়াজ বাটা
  • চা চামচ রসুন বাটা
  • /২চা চামচ আদা বাটা
  • ২চা চামচ টক দই
  • চা চামচ চিকেন কারি মশলা
  • চা চামচ টমেটো সস

প্রণালি

প্রথমে চিকেন এর সাথে সব মশলা ও টক দই দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট। এবার কড়াই এ তেল দিয়ে কাশ্মীরী লংকা গুড়ো ও হলুদ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে পেঁয়াজকুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার মাংস টা দিতে হবে।ভালো করে নাড়তে হবে। টমেটো সস দিতে হবে।

·  শুকনো লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। লবণ দিতে হবে স্বাদমতো।

·  এবার লো আঁচে ঢাকা দিয়ে রান্না টা করতে হবে।চিকেন কারি মশলা দিয়ে নেড়ে নিতে হবে।

·  এবার কাপ গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

 



শেয়ার করুন
Facebook Google+ Twitter