রসুন এর আঁচার

আঁচার

রসুন এর আঁচার
রসুন এর আঁচার

উপকরণ

  • রসুন- হাফ কেজি
  • মরিচ- ১০০ গ্রাম
  • সরিষার তেল- কাপ
  • তেতুলের মাড়- কাপ
  • আদা বাটা- টে: চা:
  • তেজপাতা- - টি
  • পাঁচফোড়ন-১টেবিল চামচ (টেলে গুঁড়া করে নিতে হবে)
  • সরিষা দানা চা চামচ
  • কালোজিরা চা চামচ
  • লবন স্বাদ মতো
  • হলুদ গুঁড়া সামান্য
  • সিরকা- হাফ কাপ

প্রনালী

কড়াইতে তেল গরম হলে তেজপাতা, কালোজিরা,সরিষা দিয়ে নাড়তে হবে । এবার রসুন দিয়ে ৩-৪ মিনিট অল্প আঁচে নাড়তে হবে । এবার আদা বাটা ও তেঁতুল দিয়ে একই আঁচে ৫-৭ মিনিট নাড়তে হব । এবার লবন, কাঁচা মরিচ কালোজিরা ও সরিষা দানার গুঁড়া দিয়ে ২ মিনিট নেড়ে সিরকা দিয়ে হালকা ভাবে মাঝে মাঝে নাড়তে হবে । শুধু তেলটা ভেসে উঠলে চুলা বন্ধ করে ঠান্ডা করতে হবে । এরপর কাচের মাত্রে রাখতে হবে ।



শেয়ার করুন
Facebook Google+ Twitter