উপকরণ
- লেবু ২০টি ধুয়ে নরম কাপড়ে মুছে নিতে হবে
- লবণ ২ টেবিল চামচ
- পাঁচফোড়ন গুঁড়া ৩ টেবিল চামচ (টেলে গুঁড়া করা)
- মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- সরিষার তেল ২ কাপ
প্রণালি
লেবু লম্বায় ৮ টুকরা করে কেটে বড় বোলে নিয়ে ওপরে লবণ ছড়িয়ে রাখতে হবে। এবার পাঁচফোড়ন, মরিচ ও হলুদ দিয়ে লেবু মাখিয়ে (তেলসহ) পাতলা কাপড় দিয়ে ঢেকে ১০/১২ দিন রোদ লাগাতে হবে। লেবু নরম হলে বোতলে ভরে রাখতে হবে।