আমের মিষ্টি আচার

আঁচার

আমের মিষ্টি আচার
আমের মিষ্টি আচার

উপকরণ

  • কাঁচা আম-বড় ১০টি
  • কালোজিরা- চা চামচ
  • হলুদ গুঁড়া- চা চামচ
  • মরিচ গুঁড়া- টেবিল চামচ
  • পাঁচফোড়ন গুঁড়া- টেবিল চামচ
  • লবণ-স্বাদমতো
  • গুর অথবা চিনি ,আম কেমন টক তার বুঝে চিনি দিয়েছি
  • সরিষার তেল-দেড় কাপ, সিরকা- কাপ।

প্রণালি

আম ছিলে টুকরো করে নিন। প্রেসার কুকারে সরিষার তেল দিন। তেল গরম হয়ে উঠলে তাতে কালোজিরার ফোড়ন দিন। আমগুলো তেলে ঢালুন ও নাড়ুন। এবার চিনি ছাড়া বাকি সব উপকরণ এর সঙ্গে মিশিয়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিন। কুকারে তিন-চারটি সিটি বাজার পর ঢাকনা খুলে আমগুলো নেড়ে গলিয়ে ফেলুন। চিনি মিশিয়ে নাড়তে থাকুন। ঘন হলে নামিয়ে নিন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter