উপকরণ
- তেঁতুল-২ কেজি
- আখের গুড় দেড় কেজি
- হলুদ গুড়া-২ চা চামচ
- মরিচ গুঁড়া-২ টেবিল চামচ
- পাঁচফোড়ন গুঁড়া-৩ টেবিল চামচ
- সরিষার তেল-২ কাপ, লবণ-স্বাদমতো
প্রণালি
তেঁতুলের ক্বাথ বের করে ছেকে নিন। এবার তাতে লবণ ও হলুদ মিশিয়ে ছড়ানো বড় পাত্রে ঢেলে কড়া রোদে পানি শুকিয়ে নিন।
এবার এতে গুড় মেশান এবং আবার রোদে শুকাতে দিন। মরিচ গুঁড়া ও পাঁচফোড়ন গুঁড়া মেশান ধীরে ধীরে। প্রতিদিন ১ টেবিল চামচ সরিষার তেল দিন ওই মিশ্রণে এবং রোদে শুকান। তেঁতুলের পানি শুকিয়ে আঠা হয়ে এলে পাত্রে তুলে সংরক্ষণ করুন।