উপকরণ
- কাঠ বাদাম দুই টেবিল চামচ
- কাজু বাদাম দুই টেবিল চামচ
- পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ
- আমের রস চার গ্লাস, লবণ এক চিমটি
- চিনি প্রয়োজন হলে
প্রণালি
আমের রসের মধ্যে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন দানা দানা না থাকে। হালকা একটু চিনি দিয়ে পরিবেশন করুন মজাদার বাদাম আমের শরবত।