মোকা ক্রিম

কেক

মোকা ক্রিম
মোকা ক্রিম

উপকরণ

  • ডার্ক চকলেট - ১/২ কাপ
  • হুইপড ক্রিম - ১ কাপ + ২ টেবিল চামচ
  • আইসিং সুগার - ১/৪ কাপ
  • কফি ইমালশান / কফি পাউডার - ১ চা চামচ

প্রণালি

ডাবল ব্রয়লার পদ্ধতিতে ডার্ক চকলেট আর ২ টেবিল চামচ হুইপড ক্রিম দিয়ে চকলেট মেল্ট করে নিতে হবে, চকলেট মেল্ট হলে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে ৫-৭ মিনিট।
এরপর একটা বাটিতে ১ কাপ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে বিট করতে হবে, আস্তে আস্তে ঘন হয়ে আসলে কফি ইমালশান/কফি পাউডার আর আইসিং সুগার দিতে হবে, তারপর ঘন ক্রিমি ফোম হয়ে আসলে ফ্রিজে রাখা ঠান্ডা মেল্ট চকলেট দিয়ে বিট করুন, ব্যাস হয়ে গেলো চকলেট মুজ/মোকা ক্রিম রেডি।
নোট -
- হুইপড ক্রিম বানানোর আগে বাটি আর হুইস্ক টা অবশ্যই ৩০ মিনিট আগে ডিপ ফ্রিজে রাখবেন, ফ্রিজ থেকে বের করে ক্রিম তৈরি করবেন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter