মাশরুমের হালুয়া

শবে বরাত

মাশরুমের হালুয়া
মাশরুমের হালুয়া

উপকরণ

  • বাটম মাশরুম এক কাপ
  • চিনি কাপ
  • খেঁজুর হাফ কেজি
  • এলাচ গুঁড়ো চারভাগের এক চা চামচ
  • ঘি চারভাগের তিন কাপ
  • কিশমিশ টেবিল চামচ
  • পেস্তা বাদাম কুচি টেবিল চামচ
  • দারুচিনি গুঁড়ো চারভাগের এক চা চামচ

প্রণালি

খেঁজুর বিচি ছড়িয়ে বেটে নিতে হবে, মাশরুম অল্প পানিতে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আধা কাপ ঘি গরম করে বাটা মাশরুম ও বাটা খেঁজুর দিয়ে কিছুক্ষণ ভুনে চিনি, দারুচিনি গুঁড়া দিয়ে নাড়াচাড়া করতে হবে। হালুয়া ঘন হয়ে গেলে, এলাচ গুঁড়ো, কিসমিস ও বাকি ঘি দিয়ে কিছুক্ষণ ভুনে চিনি, দারুচিনি গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে। হালুয়া ঘন হয়ে গেলে, এলাচ গুঁড়ো, কিসমিস ও বাকি ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিশে ঢেলে দিতে হবে। পেস্তা বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করতে হবে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter