রেড ভেলভেট কেক

কেক

রেড ভেলভেট কেক
রেড ভেলভেট কেক

উপকরণ

  • ময়দাঃ কাপ
  • ডিমঃ টি
  • চিনিঃ কাপ
  • বেকিং পাউডারঃ / চা চামচ
  • বেকিং সোডাঃ / চা চামচ
  • লবণঃ চিমটি
  • চকো পাউডারঃ টেঃ চামচ
  • বাটার মিল্কঃ / কাপ
  • তেলঃ / কাপ
  • রেড কালারঃ পরিমাণমতো
  • ভ্যানিলা এসেন্সঃ চা চামচ
  • ফ্রস্টিং এর জন্য
  • আইসিং সুগারঃ কাপ
  • বাটার ২০০ গ্রাম
  • ক্রীম চিজঃ কাপ
  • ভ্যানিলা এসেন্সঃ চা চামচ

প্রণালি

  • প্রথম একটি মিক্সিং বোল ডিম চিনি নিয়ে হ্যান্ড বিটার দিয়ে মিক্স করতে হবে তারপর তেল দিয়ে আবার ভালোভাবে মিশাতে হবে।
  • তারপর সব শুকনো উপকরণ একসাথে চেলে নিতে হবে।
  • তারপর চামচ অথবা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মিশাতে হবে আর বাটার মিল্ক অল্প অল্প করে দিতে হবে।
  • ভালভাবে মিশানো হলে ইচ্ছা মত মোল্ড তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে কেক ব্যাটার দিয়ে ১৮০° প্রি হিটেট ওভেন ৪০মি বেক করতে হবে।
  • অন্য এক মিক্সিং বোল বাটার ক্রীম চিজ এবং আইসিং সুগার নিয়ে হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে বিট করে ফ্রস্টিং রেডি করতে হবে।
  • তারপর ইচ্ছা মত ডেকোরেশান করে নিতে হবে।
  • রেডি হয়ে গেল ইয়াম্মি রেড ভেলভেট কেক।



শেয়ার করুন
Facebook Google+ Twitter