বীফ হাঁড়িবন্ধ

বীফ

বীফ হাঁড়িবন্ধ
বীফ হাঁড়িবন্ধ

উপকরণ

  • গরুর চর্বিসহ-- মাংস ৫ কেজি
  • পেঁয়াজ মোটা কুচি-- ৬ কাপ
  • আদা মিহি কুচি-- ১ কাপ
  • রসুনের কোয়া-- ১ কাপ
  • শুকনা মরিচ ফালি-- আধা কাপ
  • গোলমরিচ গুঁড়া-- ১ টেবিল-চামচ
  • টকদই-- ২ কাপ
  • মিষ্টিদই-- আধা কাপ
  • লবণ-- স্বাদমতো
  • সরিষার তেল-- ৪ কাপ
  • তেজপাতা-- ৬টি
  • দারচিনি-- ১০ টুকরা
  • ছোট এলাচ-- ১০টি
  • লবঙ্গ -- ১২টি
  • বড় এলাচ-- ৪টি
  • কাঁচা মরিচ-- ১০-১২টি
     

প্রণালি

চর্বিসহ মাংস বড় টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে বড় হাঁড়িতে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিন। হাঁড়ি ভরে পানি দিন। ময়দা পানি দিয়ে মথে হাঁড়ির চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে দিন যেন বাষ্প বের হতে না পারে। এবার হাঁড়ি চুলায় দিয়ে মাঝারি জ্বালে রান্না করুন। ভালো করে ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে রাখুন। প্রতিদিন দুবার করে ফোটান। এভাবে ঝোল শুকিয়ে তেলের ওপর এলে আধা কাপ বেরেস্তা ও ১ চা-চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নামান।

** মজাদার হাঁড়িবন্ধ পোলাও, ভুনা খিচুড়ি, পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করা যায়।



শেয়ার করুন
Facebook Google+ Twitter