উপকরণ
- গরুর মাংস ৫০০ গ্রাম (দেড় ইঞ্চি আকারে টুকরা করা)
- আস্ত ধনিয়া ২ চা-চামচ
- আস্ত জিরা ১ চা-চামচ
- দই ৩ টেবিল চামচ
- আদাবাটা ১ চা-চামচ
- রসুনবাটা ১ চা-চামচ
- পেঁয়াজবাটা ১ চা-চামচ
- পেঁয়াজ ১টি
- মরিচ ৮টি
- লবঙ্গ ৪টি ও লবণ স্বাদমতো।
প্রণালি
মাংসের টুকরাগুলোতে আদা-রসুন বাটা, ফেটানো দই ও পেঁয়াজ বাটা মাখিয়ে নিন। হালকা করে ভেজে নিন। এরপর মাংসের সঙ্গে আস্ত ধনিয়া ও জিরা, লবঙ্গ, মরিচ ও লবণ ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ৬-৮ ঘণ্টা। এবার শিকে মাংস গেঁথে, তেল লাগিয়ে কয়লার ওপর ভাজুন। অনিয়ন রিংয়ের সঙ্গে গরম বিফ টিক্কা কাবাব পরিবেশন করুন।