মাংসের মসলা

বীফ

মাংসের মসলা
মাংসের মসলা

উপকরণ

  • শুকনা মরিচ- ২২টি
  • আস্ত জিরা- দেড় টেবিল চামচ
  • আস্ত ধনিয়া- ২ টেবিল চামচ
  • মৌরি- ১ চা চামচ
  • তেজপাতা- ৪টি (মাঝারি)
  • দারুচিনি- ১ টেবিল চামচ (ছোট টুকরা)
  • এলাচ- ১ চা চামচ
  • লবঙ্গ- আধা চা চামচ
  • কালো গোলমরিচ- ১ চা চামচ
  • জয়ত্রী- ১টি (ছোট)
  • জায়ফল- অর্ধেক
  • হলুদ গুঁড়া- দেড় টেবিল চামচ
  • লবণ- দেড় টেবিল চাম

প্রণালি

চুলায় প্যান বসিয়ে শুকনা মরিচ টেলে নিন। মরিচ উঠিয়ে রেখে আস্ত ধনিয়া হালকা ভেজে নিন। ধনিয়া ভাজা হলে উঠিয়ে নিয়ে জিরা ও মৌরি ভেজে নিন। এরপর সব গরম মসলা একসঙ্গে ড্রাই রোস্ট করে নিন। লবণও গরম প্যানে নেড়েচেড়ে নিন। গ্রিন্ডারে পিষে নিন সব মসলা। শেষে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে আরও একবার গ্রিন্ড করুন। শুকনা ও মুখবন্ধ বয়ামে দুই থেকে তিন মাস পর্যন্ত রেখে দিতে পারবেন মাংসের মসলা। পুরো মসলাটুকু দিয়ে আড়াই কেজি মাংস রান্না করা যাবে।
 



শেয়ার করুন
Facebook Google+ Twitter