উপকরণ
- শজনে ডাঁটা ১ কাপ
- আলু ১টি
- শর্ষেবাটা ১ টেবিল চামচ
- মরিচগুঁড়া আধা চা-চামচ
- হলুদগুঁড়া আধা চা-চামচ
- জিরাবাটা সামান্য
- লবণ স্বাদমতো
- কাঁচা মরিচ ফালি ৩-৪ট
- তেল প্রয়োজনমতো ও পানি ২ কাপ
প্রণালি
কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ
রসুন, মরিচ, হলুদ, জিরা, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মসলা কষা হলে আলুর টুকরা দিয়ে কষিয়ে শজনে দিয়ে নেড়ে ২ কাপ পানি দিতে হবে। শজনে সেদ্ধ হয়ে এলে শর্ষেবাটা ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।