উপকরণ
- মাংসের কিমা আধা কেজি
- ছোলার ডাল সিকি কাপ
- শুকনা মরিচ ২-৩টা
- জিরা ১ চা-চামচ
- ধনে ১ চা-চামচ
- চিনি আধা চা-চামচ
- লবণ ১ চা-চামচ
- দারচিনি ২ টুকরা
- লবঙ্গ ১টা
- আদা কুচি ১ চা-চামচ
- পেঁয়াজ ছোট দুটি
- ডিম অর্ধেক
প্রণালি
পেঁয়াজ, কিমা, ডাল, মরিচ, জিরা, ধনে ২ টেবিল চামচ তেল ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করুন। পানি শুকালে লবণ ও চিনি দিয়ে দারচিনি, লবঙ্গ ও আদা বেটে নিতে হবে। সেদ্ধ মাংস বেটে নিন। এবার বাটা মসলা ও ডিম দিয়ে মাংস ভালোভাবে মেখে নিন। ছোট ছোট টিকিয়া বানিয়ে ললিপপের আকার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।