উপকরণ
- গরুর মাংস ১ কেজি
- পেঁয়াজ বাটা ১/২ কাপ
- আদা বাটা ১ টেবিল চামচ,
- রসুন বাটা ১ চা চামচ,
- জিরা বাটা ১ চা চামচ,
- ধনে গুঁড়া ১ চা চামচ,
- হলুদ গুঁড়া ১ চা চামচ,
- মরিচ গুঁড়া ১ টেবিল চামচ,
- গরম মসলা গুঁড়া ১ চা চামচ,
- তেজপাতা ২টা,
- দারচিনি ৪ টুকরা,
- এলাচ ৪টা,
- লবঙ্গ ৪টা,
- শুকনা মরিচ ৫/৬টা।
- লবণ স্বাদমতো,
- মালাই আধা কাপ,
- তেল ১/২ কাপ
- ঘি ১ টেবিল চামচ,
- চিনি ১ চা চামচ
- লেবুর রস ১ টেবিল-চামচ
প্রণালি
মাংস পানিতে ধুয়ে নিন । গরম মসলা, শুকনা মরিচ, ঘি , মালাই , চিনি , লেবুর রস বাদ দিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজে বাটা , শুকনা মরিচ, গরম মশলা ও তেজপাতা দিয়ে হালকা করে ভেজে তাতে মাখানো মাংস ঢেলে চুলায় বসিয়ে দিয়ে একটু অল্প আঁচে কিছুক্ষণ রান্না করার পর মাঝে মাঝে একটু নেড়ে দিন ,পানি শুকিয়ে এলে মাংসে দু-তিন বার গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন । মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে ঘি , মালাই , চিনি , লেবুর রস দিতে হবে।। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন ।
 
 
                     
                     
                     
                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            